২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | বিকাল ৫:৩৯
মুন্সিগঞ্জে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ ৩০ নভেম্বর, ২০১৯, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলায় লামিয়া (১৩) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের উত্তর শিমুলিয়া দেওয়ান বাড়ি থেকে ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়।

লামিয়া উত্তর শিমুলিয়া গ্রামের শাহীন দেওয়ানের মেয়ে। সে টংগিবাড়ী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

টংগিবাড়ী থানার ওসি শাহ আওলাদ হোসেন বলেন, নিহতের আত্মীয়-স্বজনের খবরের ভিত্তিতে লাশ উদ্ধার করা হয়। লাশটি ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হবে। লাশ ময়নাতদন্তের রিপোর্টের পর সঠিক কারণ জানা যাবে।

error: দুঃখিত!