মুন্সিগঞ্জের টংঙ্গীবাড়িতে নামাজের সেজদারত অবস্থায় এসিআই ফার্মাসিউটিক্যালসের একজন কর্মচারীর মৃত্যু হয়েছে। (ইন্না লিল্লাহি…রাজিউন)। তার নাম এনামুল হক। শুক্রবার (২ আগস্ট) ভোরে তাহাজ্জুদ নামাজ পড়াকালে সেজদারত অবস্থায় তিনি মারা যান বলে প্রত্যক্ষদর্শী তার এক বন্ধু জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (৩ আগস্ট) ভোরে এনামুল হকের সাবেক সহকর্মী গোলাম মোস্তফা মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তবে এনামুল হকের অন্য কোন রোগ ছিলো কি না তা তাৎক্ষনিকভাবে জানা যায়নি।
তিনি বলেন, ‘এসিআই ফার্মাসিউটিক্যালসের সুনামগঞ্জে কর্মরত এরিয়া ম্যানেজার এনামুল ভাই চলে গেলেন না ফেরার দেশে। শুক্রবার ভোরে তাহাজ্জুদ নামাজ পড়া অবস্থায় কাউকে কিছু না জানিয়ে তিনি চলে গেলেন।’
তিনি আরও বলেন, তার গ্রামের বাড়ি রংপুর জেলায়। মৃত্যুকালে তার স্ত্রী, একমাত্র ছেলে রাফি, অনেক গুণগ্রাহী ও শুভাকাঙ্খি রেখে গেছেন।