২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ১:৪০
মুন্সিগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা অঞ্জন দাস স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক অাহবায়ক, তুখোড় ছাত্রনেতা প্রয়াত অঞ্জন দাস স্মরনে জমকালো ক্রিকেট টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে।

অঞ্জন দাস মুন্সিগঞ্জ ৩অাসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের অাপন ছোট ভাই। উদিয়মান এই ছাত্রনেতা দুরারোগ্য ক্যান্সারে অাক্রান্ত হয়ে মারা যান।

অঞ্জন দাস স্মৃতি সংসদের অাহবায়ক, জেলা তরুণলীগের সভাপতি মিদুল দেওয়ান জানান, ‘অামরা বেশ জাঁকজমক ভাবে এই ক্রিকেট টুর্নামেন্ট টি অায়োজন করতে যাচ্ছি। এতে ৬উপজেলার পাশাপাশি নারায়ণগঞ্জ থেকেও টিম অাসার কথা রয়েছে। টুর্নামেন্ট ব্যায় ধরা হয়েছে অানুমানিক ১৫লক্ষ টাকা।

টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে সদর উপজেলার রামপাল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে। এতে মিডিয়া পার্টনার হিসেবে থাকবে ‘অামার বিক্রমপুর’।

টুর্নামেন্টে টিম রাখতে চাইলে যোগাযোগ করতে পারেন- সিফাত হাওলাদার ০১৬৮৬৭৩০০৫১, রাব্বি ঢালী ০১৯৫১১৩৫৭৪৯

error: দুঃখিত!