২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ৯:৫০
মুন্সিগঞ্জে সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে যুবক নিহত
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানের বাসাইল ইউনিয়নের চরগুলগুলিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় টেটাবিদ্ধ হয়ে ফালান মিয়া (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এছাড়াও এ ঘটনায় আরও ১০-১২ জন আহত হয়েছেন।

সিরাজদিখান থানার ওসি মিজানুল হক নিহতের খবর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে এ ঘটনা ঘটে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তিনি জানান, আজ শুক্রবার দুপুর ২টা’র দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন টেটাবিদ্ধ ফালান মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহত ফালান মিয়া চরগুলগুলিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।

স্থানীয়রা জানান, চরগুলগুলিয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে ইয়াকুব মিয়ার সাথে একই এলাকার নুরু মিয়ার ছেলে জয়নাল মিয়ার জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে শুক্রবার সকাল ১০টার দিকে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

বেলা ১২টা পর্যন্ত দুই ঘন্টাব্যাপী সংঘর্ষ চলাকালে ফালান মিয়াসহ আরও ১০-১২ জন আহত হয়। এর মধ্যে টেটাবিদ্ধ ফালান মিয়াকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়া অপর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ওসি মিজানুল হক জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের অভিযানে শতাধিক টেটা উদ্ধার করা হয়েছে।

error: দুঃখিত!