১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | ভোর ৫:০৪
মুন্সিগঞ্জে শ্রমিক লীগের খাদ্যসামগ্রী বিতরণ
খবরটি শেয়ার করুন:
14

মুন্সিগঞ্জ, ২ মে, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

করোনা পরিস্থিতিতে সাময়িক কর্মহীন সুতাকল ও নির্মাণ শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জাতীয় শ্রমিক লীগ শিল্পায়ন আঞ্চলিক শাখা, মুন্সিগঞ্জ।

শনিবার (২মে) সকালে সদর উপজেলার পঞ্চসারের দশকানি ও মুন্সিগঞ্জ পৌরসভার উত্তর ইসলামপুর এলাকায় ১০০ শ্রমিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন জাতীয় শ্রমিক লীগ শিল্পায়ন আঞ্চলিক শাখার নেতারা।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো, ৫কেজি চাল, ২ লিটার তেল, ২ কেজি ডাল, ২কেজি পিয়াজ, ১ কেজি লবণ ও ১ কেজি ছোলাবুট।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ শিল্পায়ন আঞ্চলিক শাখা, মুন্সিগঞ্জ শাখার সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক সালমান খান, যুগ্ন সাধারণ সম্পাদক সালাউদ্দিন পাঠান লিটন, যুবলীগ নেতা কাজল ঘোষ প্রমুখ।