মুন্সিগঞ্জ, ২ মে, ২০২০, গাজী মাহমুদ পারভেজ (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় সরকারি ত্রাণের জন্য মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।
শনিবার (২ মে) সকালে উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের মিরপুরের আশ্রয়ণ প্রকল্পের লোকজন ত্রাণের জন্য মানববন্ধন করে।
তাদের দাবী, আশ্রয়ণ প্রকল্পে থাকা কর্মহীন মানুষের মাঝে কোন ত্রাণ সামগ্রী পৌঁছায়নি।
এদিক মানববন্ধনের বিরোধিতা করে টেংগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দীন মাষ্টার বিবৃতি দিয়েছেন।
তিনি বলেন, অত্র ইউনিয়নের ৫নং ওয়ার্ডের অর্ন্তভুক্ত মিরপুর আশ্রয়ন প্রকল্পের কিছু কিছু লোক, ত্রাণ না পাওয়ার অভিযোগে মানববন্ধন করেছে, যা আমাদের সকলকে হতাশ করেছে।
তিনি দাবি করেন, প্রধানমন্ত্রীর উপহার হিসাবে জি.আর হতে প্রাপ্ত খাদ্য শস্য দ্বারা তাদের প্রথমে চাল, ডাল, তেল সহ বেশ কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রী উপজেলা ভাইস চেয়ারম্যান এর উপস্থিতিতে তাদের মাঝে বিতরন করা হয়েছে।
এর কিছুদিন পর হাজী কেরামত আলী উচ্চ বিদ্যালয়ে সম্মানিত সভাপতি আজিম উদ্দিন ফরাজী তাদের মাঝে নিত্য প্রয়োজনীয় বেশ কিছু সামগ্রী বিতরণ করেন, তার পর-পরই অত্র ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব শাহজাহান খাঁন তাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন।
মানববন্ধন এর বিষয় নিয়ে গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব হাসান সাদী এর কাছে জানতে চাইলে তিনি জানান, মিরপুর আশ্রয়ণ প্রকল্পের সবাই সরকারি ত্রাণ পেয়েছেন, বেসরকারি ত্রাণও পেয়েছে। তবে কেন মানববন্ধন করেছে এবং এর পিছনে অন্য কোন উদ্দেশ্য আছে কি না এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে।