২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ১১:০৯
মুন্সিগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ বিবাহিত যুবকের বিরুদ্ধে
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের নয়াগাও এলাকায় নানী বাড়িতে বেড়াতে আসা ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে ওই এলাকার এক বিবাহিত যুবকের বিরুদ্ধে।

বর্তমানে ভুক্তভোগী শিশুটি একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ করে পরিবার জানিয়েছে, আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে শিশুটি তার নানীর ঘরে একা অবস্থান করছিলো। এসময় পার্শ্ববর্তী অভিযুক্ত এক সন্তানের জনক জীবন (৩০) শিশুটিকে ফুসলিয়ে ঘরের বাইরে নিরিবিলি জায়গায় ডেকে নেয়। পরে তাকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকার করে উঠে। এসময় পালিয়ে যায় অভিযুক্ত যুবক।

পরে স্থানীয়রা উদ্ধার করে শিশুটিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ‘মানসিক অবস্থার উন্নতি’র জন্য ভর্তি করেন।

মুন্সিগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সজিব দে জানান, খবর পেয়ে অভিযুক্তকে আটকের চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অধিকতর তদন্তের প্রয়োজন হলে ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষা করানো হতে পারে।

error: দুঃখিত!