মুন্সিগঞ্জ, ৩০ মার্চ ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় ও উপহার হিসেবে বিভিন্ন পণ্য সামগ্রী তুলে দিয়েছেন ইসলামি ছাত্র আন্দোলন মুন্সিগঞ্জ শাখার নেতৃবৃন্দ।
গতকাল শনিবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত ইসলামি ছাত্র আন্দোলন মুন্সিগঞ্জ শাখার সভাপতি মো. ইব্রাহিম খলিল ও সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম জান্নাতুলের নেতৃত্বে এই কার্যক্রম চলে।
সাক্ষাৎয়ে তারা আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ব্যবস্থার আশ্বাস দেন এবং শহীদ পরিবারের খোঁজখবর নেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, সরকারি হরগঙ্গা কলেজ শাখা সাধারণ সম্পাদক মুহাম্মদ লিয়ন হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।