২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ৬:৪৪
মুন্সিগঞ্জে র‌্যাবের অভিযানে পদ্মা সেতু প্রকল্পের চুরি যাওয়া বিপুল পরিমান মালামাল উদ্ধার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৮ মার্চ, ২০২০, লৌহজং প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের লৌহজংয়ে মাওয়ায় পদ্মা সেতু প্রকল্পের বিপুলপরিমাণ লোহার রড, পদ্মা সেতুর স্প্যান বার, প্লেট পাইপ, অ্যাঙ্গেল, ইউ চ্যানেল, সেপ এবং লোহার অন্যান্য ক্ষুদ্রাংশ পাচারকালে তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ১১।

বুধবার (১৮ মার্চ) দুপুরে র‌্যাব ১১ এর এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

র‌্যাব ১১, ক্রাইম প্রিভেনশন কম্পানি ১ এর কম্পানি কমান্ডার পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান প্রেস ব্রিফিংয়ে জানান, দীর্ঘদিন ধরে পদ্মা সেতু প্রকল্পে ব্যবহৃত লোহার রড, পদ্মা সেতুর স্প্যান বার, প্লেট পাইপ, অ্যাঙ্গেল, ইউ চ্যানেল, সেপ এবং লোহার অন্যান্য ক্ষুদ্রাংশ ও নানান প্রকার মালামাল একটি সিন্ডিকেট চক্র পাচার করে স্থানীয় ভাঙারির দোকানসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৫টার দিকে মাওয়া চৌরাস্তাসংলগ্ন ও কুমারভোগ এলাকার বিভিন্ন ভাঙারির দোকানে অভিযান পরিচালনা করে রাত ১১টার দিকে প্রায় ৪০ টন বিভিন্ন প্রকার লোহার মালামাল উদ্ধার করা হয়।

এ সময় গ্রেপ্তার করা হয় এডওয়ার্ড সাহা (৪২), হারুন শেখ (৩৮) ও রফিকুল ইসলাম শুভ (২৮) নামে তিনজনকে।

ব্রিফিংয়ে তিনি আরো জানান, এডওয়ার্ড সাহা পদ্মা সেতুর পাইলিং কাজে কর্মরত একজন কর্মচারী। প্রথমে তাকেই র‌্যাব গ্রেপ্তার করে এসব মালামালের সন্ধান পায়। মাওয়া চৌরান্তাসংলগ্ন মনিব আয়রন স্টোর ও আরিফ ভাঙারি স্টোর হতে এসব মালামাল উদ্ধার করা হয়।

এ বিষয়ে চোরচক্রের বিরুদ্ধে মুন্সিগঞ্জের লৌহজং থানায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে।

error: দুঃখিত!