১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | বিকাল ৪:৩৮
মুন্সিগঞ্জে রোগীদের সাথে ভালো ব্যবহার করতে ডাক্তারদের আহবান জানালেন প্রতিমন্ত্রী ইন্দিরা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ ১৫ নভেম্বর, ২০১৯, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, স্বাস্থ্য খাতে যারা চাকরী করেন, টেকনিক্যাল দিক থেকে শুরু করে মেডিকেল পর্যন্ত আপনারা জনগণকে সেবা দান করেন। কারও যদি রোগ হয়, ডাক্তার সাহেবের কাছে গেলে, ডাক্তার সাহেবদের ব্যবহারে রোগীর মানসিক অবস্থার উন্নতি হয়। তাই ডাক্তারদের অনুরোধ করবো রোগীদের সাথে একটু ভালো করে কথা বলবেন, ভালো ব্যবহার করবেন।

শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় মুন্সিগঞ্জের মিরকাদিম পৌর মাঠে মা ও শিশুদের স্বাস্থ্য পরীক্ষা, হেলথ ক্যাম্প ও অসুস্থ ও হতদরিদ্র মায়েদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মিরকাদিম পৌরসভার সহায়তায় মুন্সিগঞ্জ জেলা প্রশাসন এ অনুষ্ঠান আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, ‘রাজাকার, আলবদর-দোসরদের নিয়ে ২০০১ সালে ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ করে দিয়েছিলো বেগম খালেদা জিয়া। তার ধারণা ছিল, কমিউনিটি ক্লিনিক চালু থাকলে জনগণ ধানের শীষে ভোট না দিয়ে নৌকায় ভোট দেবে। কিন্তু ২০০৮ সালে তিন তৃতীয়াংশ ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসেন। ক্ষমতায় এসেই কমিউনিটি ক্লিনিকগুলো পুনরায় চালু করেন তিনি। বিগত ১৬ বছরে সাড়া বিশ্বে গড় আয়ু বৃদ্ধির হার ৫ দশমিক ৫০ বছর আর একমাত্র বাংলাদেশে গড় আয়ু বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ২৫ বছর।’

মুন্সিগঞ্জে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় ২০১৮-২০১৯ অর্থ বছরের উপকারভোগী মা ও শিশুদের স্বাস্থ্য পরীক্ষা, হেলথ্  ক্যাম্প ও চেক বিতরণ অনুষ্ঠানে সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক বদরুননেছা, অতিরিক্ত সচিব আনোয়ারা বেগম, জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান।

জেলা প্রশাসক মো.মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো.মোস্তাফিজুর রহমান, মিরকাদিম পৌরসভার মেয়র শহিদুল ইসলাম শাহীন প্রমুখ।

এ সময় ১১০ জন মায়ের হাতে প্রধান অতিথি চেক তুলেদেন।

error: দুঃখিত!