বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে মুন্সিগঞ্জে।
বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে জেলা বিএনপির কার্যালয়ে জেলা যুবদলের আয়োজন কেক কেটে ও আলোচনা সভার মাধ্যামে পালন করা হয় ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী।
পরে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা যুবদলের সভাপতি তারিক কাশেম খান মুকুলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনটির জেলা সাধারন সম্পাদক সম্রাট ইকবাল, শহর যুবদলের সভাপতি এনামুল হক, সাধারন সম্পাদক বুরজাহান ঢালী, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদ রানা,পঞ্চসার ইউনিয়ন যুবদল নেতা কাজী মাসুদ, বাবুলসহ জেলা বিএনপির বিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্দ।