১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
বুধবার | দুপুর ২:৩৯
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে মিশুকের চাপায় শিশুর মৃত্যু
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৯ এপ্রিল, ২০২১, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ব্যাটারিচালিত মিশুকের চাপায় এক শিশু মারা গেছে।

আজ সোমবার (১৯ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় মো. লাবলু শেখ নামে আট বছরের এক শিশু নিহত হয়। লাবলু কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সোহেল মিয়ার ছেলে। সে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে পাগলিবাড়ি এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত।

জানা যায়, আহত শিশুটিকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠান। তবে ঢাকায় নেওয়ার আগে পথে তার মৃত্যু হয়।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়াতুল ইসলাম ভূঁইয়া জানান, ইজিবাইক চাপায় গুরুতর আহত লাবলুকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠান। তবে ঢাকায় নেওয়ার আগেই পথে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ইজিবাইকটি পালিয়ে যাওয়ায় সেটি বা তার চালককে আটক করা যায়নি।

error: দুঃখিত!