মুন্সিগঞ্জ, ১৯ জানুয়ারি, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে অবৈধ কারেন্ট জাল বিরোধী অভিযানে ৩ মামলার জব্দকৃত আলামত ৩ কোটি ১০ মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
রবিবার বিকেলে মুন্সিগঞ্জ সদরের মিরকাদিম নৌ পুলিশ ফাঁড়ি মাঠ প্রাঙ্গনে নৌ পুলিশের ডি আইজি আতিকুল ইসলাম বিপিএম বার, পিপিএম বার ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আরাফাতুল রাকিবের উপস্থিতিতে এ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি মোঃ মাহবুবুর রহমান, পুলিশ সুপার (ক্রাইম) বি এম হারুন-অর-রশিদ, পুলিশ সুপার প্রশাসন মোঃ শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার ঢাকা অঞ্চল মোঃ ফরিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (নৌ-পুলিশ) ফরিদা পারভীন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান, মুক্তারপুর নৌ পুলিশের ইন্সপেক্টর মো. নেওয়াজ উদ্দিন। এছাড়াও পুলিশ পরিদর্শক সহ অন্যান্য নৌ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বছর অক্টোবর মাসে নৌ পুলিশের ডি আইজি আতিকুল ইসলাম বিপিএম বার, পিপিএম বার নেতৃত্বে অভিযান চালিয়ে মুন্সিগঞ্জ সদর থানাধীন মুক্তারপুর এলাকা হতে অবৈধ কারেন্ট জাল উদ্বার করা হয় এবং মামলা দায়ের করা হয়। পরে আদালতের নির্দেশে উদ্বারকৃত অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধংস করা হয়।