২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৩:৩২
মুন্সিগঞ্জে মাদক কারবারিদের হামলায় ডিবি পুলিশের ৩ সদস্য আহত
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৮ মার্চ ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের লৌহজংয়ে মাদক কারবারিদের হামলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ৩ সদস্য আহত হয়েছেন।

সোমবার দিবাগত রাতে জেলার লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা বাজারে মাদক বিরোধী অভিযানে গেলে এ হামলার ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় ডিবির কনস্টেবল আসিফ উদ্দিনকে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল জানান, ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান আসছে এমন গোপন সংবাদ পেয়ে সোমবার রাত ৮ টার দিকে লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা বাজারে অভিযান চালায় ডিবি পুলিশের ১০ সদস্যের একটি টিম। এ সময় সেখানে অবস্থান করছিল উপজেলার চিহ্নিত মাদক কারবারি মাহমুদসহ একটি চক্র। উপস্থিতি টের পেয়েই ওই মাদক কারবারি চক্রের লোকজন গোয়েন্দা পুলিশের সদস্যদের ওপর হামলা করে। এ সময় ডিবির ৩ সদস্যকে মারধর করে পালিয়ে যায়।

তিনি বলেন, পুলিশের কাজে বাঁধা প্রদান ও হামলার ঘটনায় লৌহজং থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে জেলা পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার বলেন, মাদকবিরোধী অভিযানে গেলে ডিবি পুলিশের সদস্যদের ওপর অতর্কিতে ওই হামলা করে। আহতদের মধ্যে একজন রাজারবাগ পুলিশ লাইন্সে চিকিৎসাধীন রয়েছেন। হামলার সঙ্গে জড়িত মাদক কারবারিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

error: দুঃখিত!