মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া সেতুর ঢালে ইলিশ পরিবহনের বাসের চাপায় রিফাত নামে এক জেএসসি পরিক্ষার্থী নিহত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় উত্তেজিত জনতা গাড়ি ভাঙচুর করে ও সড়ক অবরোধ করে রাখে।
হাঁসাড়া হাইওয়ে সার্জেন্ট মো. হাসান জানান, মোবাইল ফোনে ২ জন নিহত হওয়ার খবর পেয়েছিলাম। তবে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে রিফাত (৯) নামে এক জেএসসি পরিক্ষার্থী নিহত হয়েছে।