মুন্সিগঞ্জ, ১৮ ফেব্রুয়ারি ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে বঙ্গবন্ধু মহাসড়কের পাশে ঝোপঝাড় থেকে পাওয়া গেছে মানুষের মাথা খুলি ও হাড়। পাশেই পরে ছিলো একটি শার্ট ও মশারী। এ নিয়ে রহস্য উদঘাটনে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আজ রোববার দুপুর ৩ টার দিকে ষোলঘর বাসস্ট্যান্ডের দক্ষিণ দিকে মহাসড়কের ঢাল থেকে এসব উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, দুপুরে পুলিশ এসে মাথার খুলি ও কয়েকটি হাড় উদ্ধার করে। পরে ঝোপ সরিয়ে পুলিশ আরো বেশ কিছু মানুষের শরীরের হাড় পায়। এসময় পাশ থেকে একটি শার্ট ও মশারী উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বেশ কিছু দিন আগে তীব্র গন্ধ পেয়ে ধারণা করা হচ্ছিল কোন কুকুর বা শিয়াল মরার গন্ধ হতে পারে। কিন্তু বাসস্ট্যান্ডের এতো কাছ থেকে কঙ্কালটি উদ্ধার হওয়ায় তারা অবাক হয়েছেন।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, মানুষের মাথা ও হাড় সাদৃশ্য বস্তু গুলো উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।