মুন্সিগঞ্জ, ১৬ জানুয়ারি, ২০২০, লৌহজং প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মেদেনী মন্ডল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি শ্রী মহাদেব রায় ভাড়াটিয়ার স্ত্রীকে ধর্ষণের অভিযোগে কারাগারে রয়েছেন।
গত ১৪ জানুয়ারি মঙ্গলবার দুপুরে ধর্ষণ চেষ্টার অভিযোগে লৌহজং থানায় তার বিরুদ্ধে মামলা হয়।
পরে শ্রী মহাদেব রায়কে গ্রেফতার করে কোর্টে চালান করার সত্যতা স্বীকার করেছেন লৌহজং থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসাইন।
স্থানীয়রা জানান, মহাদেব রায় মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার দক্ষিণ মেদেনী মন্ডল গ্রামের আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য।
মাওয়া বাজারের পিছনে বিএনপি ক্লাব সংলগ্ন ধর্ষিতা তার স্বামীকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। দীর্ঘদিন যাবৎ এই বাসায় যাতায়াত ছিল যুবলীগ সভাপতি শ্রী মহাদেবের।
ধর্ষিতার পরিবার থেকে জানা যায়, ১১ জানুয়ারি শনিবার ধর্ষণের শিকার হয় হতদরিদ্র পরিবারের গৃহবধু। ১২ জানুয়ারি রবিবার স্থানীয় চেয়ারম্যান ও র্যাব-১১ এর কাছে অভিযোগ দেয় তার পরিবার।
মেদেনী মন্ডল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আশরাফ হোসেন খান তার নিজ বাড়ীতে বিষয়টি নিয়ে ১৩ জানুয়ারি সোমবার বিচারে বসেন।
গত ১১ জানুয়ারি শনিবার রাত ৮টার সময় ভাড়াটিয়ার স্ত্রী ধর্ষনের শিকার হয়। পরবর্তীতে রাত ৯টার সময় ধর্ষিতার স্বামী বাড়িতে আসলে স্ত্রীর মলিন মুখ ও কান্না দেখে জিজ্ঞাসা করলে স্বামীর কাছে সব খুলে বলে ধর্ষিতা।
পরের দিন স্বামী ও স্ত্রী মিলে স্থানীয় চেয়ারম্যান আশরাফ হোসেন খান এবং ভাগ্যকুলে অবস্থিত র্যাব-১১ এর কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে লৌহজং থানা পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে প্রেরন করে।