১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | বিকাল ৩:১৪
মুন্সিগঞ্জে ভাবি-ভাতিজাকে মারধরের ঘটনায় দেবর-জা’য়ের বিরুদ্ধে মামলা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৪ আগস্ট ২০২৩, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের রামপাল ইউনিয়নের পানহাটা এলাকায় বড় ভাইয়ের স্ত্রী ও পুত্রকে মারধরের ঘটনায় দেবর-জা’য়ের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী নারী।

বৃহস্পতিবার দুপুরে মুন্সিগঞ্জ সদর থানায় এই মামলা হয়।

মামলা সূত্রে জানা যায়, পানহাটা এলাকার প্রবাসী মজিবরের স্ত্রী রিমা বেগম (৩০) ও তার পুত্র অনিককে (১৬) গতকাল বুধবার সকাল ৮টার দিকে তুচ্ছ ঘটনায় ঘরে ঢুকে মারধর করেন তারই দেবর রিপন ও তার স্ত্রী মিতু বেগম। এসময় রিপন রিমা বেগমকে মাটিতে ফেলে কোমড়ে ব্যাপক মারধর করে হাড় ভেঙে ফেলে এবং অনিককে পিটিয়ে রক্তাক্ত জখম করে। অনিক বর্তমানে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রিপন পানহাটা এলাকার নুর মোহাম্মদের পুত্র। রিপনের বড় ভাই মজিবরের স্ত্রী রিমা বেগম।

মামলার বাদী ভুক্তভোগী রিমা বেগম বলেন, মামলার পর আসামিরা আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি প্রশাসনের কাছে আসামিদের গ্রেপ্তারের দাবি জানাই।

মামলার বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

error: দুঃখিত!