১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | সকাল ১০:৫৬
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে ব্যবসায়ী ফজল হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১ আগস্ট ২০২৩, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরে চাঁদাবাজির প্রতিবাদ করায় প্রকাশ্যে ব্যবসায়ী ফজল দেওয়ান হত্যার ঘটনায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের স্বজনরা।

মঙ্গলবার দুপুরে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে স্বজন ও এলাকাবাসীর ব্যানারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় এ ঘটনায় মূল অভিযুক্ত মোশাররফ হোসেনকে গ্রেপ্তারে পুলিশের গড়িমসি ও ঘটনার নেপথ্যে থাকা হুকুমদাতা শাহ আলম হাওলাদারের নাম মামলার এজাহারে অন্তর্ভুক্ত না করার অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

নিহত ফজলের স্বজনরা জানায়, দিনে দুপুরে হত্যাকান্ডের পর মামলা দায়েরের এক সপ্তাহ পার হলেও মূল অভিযুক্ত মোশারফ হোসেনকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মামলার এজাহারে হত্যাকান্ডের হুকুমদাতা শাহ আলম ও তানভীনের নাম যুক্ত করতে চাইলেও পুলিশ সেক্ষেত্রে অসহযোগিতা করছে। এতে নেপথ্যে থাকা
ইন্ধনদাতারা ধরাছোয়ার বাইরে থাকছে।

এদিকে ভুক্তভোগী পরিবারের সদস্যদের বিরুদ্ধে থানায় জিডি করেছে অভিযুক্ত পক্ষ। এতে স্বজন হারিয়ে শোকের পাশাপাশি হামলা-মামলার আতঙ্কে থাকতে হচ্ছে তাদের।

স্বজনরা দাবি জানান, দ্রুত মূল আসামী মোশাররফকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। একইসাথে ঘটনায় জড়িত অপর দুই হুকুমদাতার নাম মামলায় অন্তর্ভুক্ত করে শাস্তি নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নিহত ফজল হক দেওয়ানের মা মধুমালা বেগম, ছোট ভাই লিটন দেওয়ান, বোন মাহমুদা বেগম, স্ত্রী আয়েশা বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রসঙ্গত, গত ২৪ জুলাই দুপুরে মুন্সিগঞ্জ সদর উপজেলার চরমুক্তারপুর এলাকায় চাঁদাবাজির প্রতিবাদ করায় অভিযুক্ত মোশারফের ছুরিকাঘাতে গুরুতর আহত হয় ফজল। একইদিন বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এ ঘটনায় নিহতের বোন জামাই বাদী হয়ে মুন্সিগঞ্জ সদর থানায় প্রথমে একটি মারামারির মামলা দায়ের করেন যা পরবর্তীতে হত্যা মামলায় রুপান্তরিত হয়।

error: দুঃখিত!