১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
বুধবার | দুপুর ১:১৬
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে ব্যবসায়ীর নাম ও ছবি ব্যবহার করে ফেইসবুকে প্রচারণা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের এক ব্যবসায়ীর নামে ফেইসবুকে মিথ্যা প্রচারণা চালাচ্ছে একটি মহল।

ঘটনার শীকার ব্যবসায়ী অালমগীর হোসেন জানান, তার ছবি দিয়ে প্রথমে Runa Afsara নামে একটি অাইডি থেকে বিভিন্ন উদ্দেশ্যপ্রণোদিত কথাবার্তা লেখা হয়। একপর্যায়ে ঐ অাইডির কভার ফটোতে দেয়া একটি মেয়ের ছবির সূত্র ধরে ঐ মেয়েকে খুজে বের করা হলে জানা যায় ঐ মেয়ে এই অাইডি সম্পর্কে কিছুই জানেনা।

এদিকে এই মহলটি অালমগীরকে ফাসাতে তার নাম ও ছবি দিয়ে Md Alamgir নামে অারেকটি অাইডি খুলে তার পক্ষে সাফাই গাইছে। অথচ এ অাইডি অালমগীরের নয়।

এসব বিষয়ে তথ্য ও প্রযুক্তি বিশারদ সাইফুল ইসলাম বলেন, ঘটনা দেখে মনে হয়েছে দুটো অাইডিই ফেইক। কেউ মানহানি ঘটাতে নিজের পরিচয় গোপন রেখে এগুলো করছে।

এসব বিষয়ে শীর্ঘই তথ্য ও প্রযুক্তি অাইনের অজামিনযোগ্য ধারায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে ‘অামার বিক্রমপুর’ কে জানিয়েছেন ব্যবসায়ী অালমগীর।

error: দুঃখিত!