সিরাজদিখানের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনির হেসেন (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার(০৭ সেপ্টেম্বর) উপজেলার মালখানগর ইউনিয়নের আরমহল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মনির হোসেন নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার চরবক্তাবলী গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।
সিরাজদিখান থানার উপপরিদর্শক (এসআই) কাজী মহসিন জানান, সোমবার চরবক্তাবলীস্থ এনবিএম ব্রিকফিল্ড থেকে সিরাজদিখানের আরমহল গ্রামে ইট নামিয়ে ফেরার পথে মনির হোসেনের হাতে থাকা ভেজা বাঁশ বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে যায়।
এ সময় আহতবস্থায় অপর শ্রমিকরা মনির হেসেনকে ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুপুর ২টার দিকে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।