মুন্সিগঞ্জ, ১৯ নভেম্বর ২০২৪, শ্রীকান্ত দাস, আদালত প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ আদালতের বিচারক বনাম আইনজীবীদের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকাল তিনটায় আদালতে মাঠে জেলা আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসাবে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রীতি ম্যাচ উদ্বোধন করেন, সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান।
এসময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফাইজুন্নেছা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন।
১০ ওভারের মধ্যকার খেলায় টসে জিতে প্রথমে আইনজীবীরা ব্যাটিং করে ২১৭ রান করেন।দ্বিতীয় ইনিংসে বিচারক দল ১০ ওভারের আগেই ব্যাটিং করে জয়ী হয়। এতে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার পেয়েছেন আইনজীবী দলের খেলোয়াড় ব্যারিস্টার হাসান সাঈদ রছি।
আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসান মৃধার সার্বিক দায়িত্বে এসময় ক্রিকেট ম্যাচটি উপভোগ করেন, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী কামরুল ইসলাম, যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক ফাহমিদা খাতুন, যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক ফেরদৌসী বেগম, সদর সিনিয়র সহকারি জজ দেবব্রত বিশ্বাস, টংগিবাড়ি সিনিয়র সহকারি জজ অনামিকা চৌধুরী, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুলফিকার হোসাইন রনি, ইফতি হাসান ইমরান, মো. শহিদুল ইসলাম, মুহসিনা হোসেন তুষি, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. জাকারিয়া মোল্লা, অ্যাডভোকেট অজয় কুমার চক্রবর্তী, অ্যাডভোকেট নাসিরুজ্জামান খান।
আরও উপস্থিত ছিলেন, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসিমা আক্তার, অ্যাডভোকেট মোহাম্মদ আমানুল্লাহ প্রধান শাহিনসহ আদালতের অন্যান্য বিচারক ও আইনজীবীরা।
খেলায় আম্পায়ারের দায়িত্ব ছিলেন অ্যাডভোকেট সুমন সরদার ও অ্যাডভোকেট সুমন মিয়া।
ধারাভাষ্যের দায়িত্বে ছিলেন, অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান ভূঁইয়া ও অ্যাডভোকেট শাহীন মিজি।
আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসান মৃধা জানান, আমাদের সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে প্রতিবছরই বিচারকদের সাথে আমাদের সমিতির আইনজীবীদের মধ্যে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজন করা হয়। অনেক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে খেলাটি আমরা উপভোগ করেছি।