২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | দুপুর ১২:০৩
মুন্সিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত ৫
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ শহরের থানারপুল মোড় এলাকায় আজ রোববার বিকেলে পুলিশের লাঠিপেটায় বিএনপির বিক্ষোভ মিছিল পণ্ড হয়েছে।

এ সময় জেলা বিএনপির সভাপতি আবদুল হাইসহ পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন।

অন্য আহতরা হচ্ছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর রিপন মল্লিক, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল আজিম স্বপন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাসুদ রানা ও শহর ছাত্রদলের সহ-সভাপতি শফিকুল হাসান তুষার।

জেলা বিএনপির সভাপতি আবদুল হাই জানান, সারা দেশের কর্মসূচির অংশ হিসেবে আজ বিকেল ৫টার দিকে থানারপুল এলাকার দলীয় কার্যালয়ের সামনে থেকে শান্তিপূর্ণ মিছিল বের করলে পুলিশ লাঠিপেটা করে। পণ্ড হয়ে যায় বিক্ষোভ মিছিল।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী দাবি করেন, লাঠিপেটা করা হয়নি। মিছিল বের করলে পুলিশ বাধা দিলে হাতাহাতি হয়েছে শুধু।

তবে গণমাধ্যমের কাছে থাকা ভিডিও ফুটেজে দেখা গেছে, বেশ কয়েকজন পুলিশ সদস্য জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাসুদ রানাকে পেটাচ্ছেন।

নাশকতার দুই মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালনের কর্মসূচি দিয়েছিলো দলটি।

error: দুঃখিত!