মুন্সিগঞ্জ জেলা বিএনপির প্রধান কার্যালয়ের সামনে বিএনপির নেতাকর্মীদের দারাতে দেয়নি ছাত্রলীগ।
অাজ কেন্দ্রীয় বিএনপি ঘোষিত অবস্থান কর্মসূচি পালন করতে চাইলে তা ভেস্তে দেয় ছাত্রলীগ। এসময় ছাত্রলীগের নেতাকর্মীদের ভয়ে দৌড়ে পালাতে গিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের ২০ জন নেতাকর্মী আহত হয়।
জেলা বিএনপির সভাপতি আলহাজ আবদুল হাই জানান, গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সারা দেশের মতো মুন্সিগঞ্জে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করার কথা ছিল। সে সময় ছাত্রলীগের একটি দল লাঠিসোঁটা নিয়ে হাজির হলে অনাকাঙ্ঘিত ঘটনা ঘটে। এতে সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শামসুল হক, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ ২০ জন নেতাকর্মী আহত হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধার নেতৃত্বে ছাত্রলীগের একদল নেতাকর্মী ১২-১৪টি মোটরসাইকেলে করে বিএনপির কার্যালয়ের সামনে এলে উপস্থিত নেতাকর্মীরা ভয়ে দৌড়ে পালাতে গিয়ে পরে অাহত হয়।
এ বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা ‘অামার বিক্রমপুর’ কে বলেন, ‘আমরা বিএনপির পার্টি অফিসের নিচে যাওয়া মাত্রই বিএনপি নেতাকর্মীরা ভয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। অান্দোলনের মুরদ অাসলে বিএনপির নেই। তারা যাতে শহরের প্রধান সড়কে কোনো যানবাহন ভাঙচুর বা বাধা দিতে না পারে সেজন্য আমরা সেখানে অবস্থান নিয়েছিলাম। তবে কারো ওপর হামলা চালাইনি। পুলিশও ব্যাপারটা দেখেছে।’