মুন্সিগঞ্জ ২২ নভেম্বর, ২০১৯,সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে বাস চাপায় এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন।
উপজেলার নিমতলার ঢাকা-মাওয়া মহাসড়কে শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে হাসাড়া হাইওয়ে থানার ওসি মো. আব্দুল বাসেত জানান।
নিহত মিলন শেখ (২২) উপজেলার চালতিপাড়া গ্রামের শাহ আলম শেখের ছেলে।
এ ঘটনায় আহত উপজেলার কেয়াইন ইউনিয়নের যুবলীগের সভাপতি মো.কবির হোসেনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
ওসি বলেন, ঢাকাগামী বসুমতি পরিবহনের একটি বাস মোটর সাইকেলটিকে চাপা দিলে চালকসহ দুইজন আহত হয়।
“তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হানপাতালে নেওয়ার পথে মিলনের মৃত্যু হয়।”
বাসটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে এবং লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।