৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১:৫৮
মুন্সিগঞ্জে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৫ অক্টোবর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরের বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন।

আজ শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে পদ্মা উত্তর থানার সামনে ঢাকামুখী সড়কে ঘটে এই দুর্ঘটনা। নিহত ভ্যানচালক শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ফুলকুচি গ্রামের ফয়জুল ইসলাম এর ছেলে আজিজুল ইসলাম (৪০)।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ভ্যান চালককে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে লাশ থানায় নিয়ে আসা হয়।

তিনি জানান, ঘটনার সাথে সম্পৃক্ত দেশ ট্রাভেলস এর একটি বাস আটক রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

error: দুঃখিত!