১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৯:২৪
মুন্সিগঞ্জে বাসা থেকে বেরিয়ে মাদ্রাসা ছাত্র নিখোঁজ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে বাসা থেকে বেড়িয়ে মো. ইয়াসিন আরাফাত মানিক (১৮) নামের এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ হতে টংগিবাড়ি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

নিখোঁজ ইয়াসিন টংগিবাড়ি উপজেলার ধীপুর ইউনিয়নের নয়ানন্দ গ্রামের আবদুল লতিফের ছেলে।

ডায়েরি সূত্রে জানা যায়, ইয়াসিন আরাফাত মানিক নারায়ণগঞ্জ জেলার চিটাগাং রোড এলাকায় মাদানী নগর কওমী মাদ্রাসার ছাত্র।

গত ২০ ফেব্রুয়ারি মাদ্রাসা বন্ধ থাকায় ইয়াসিন বাসায় আসে। রাত ৮ টার দিকে সে নিজ বাড়িতে ফোন ব্যবহার করছিলেন। এমন সময় তার মা রুনা আক্তার (৪২) তাকে ফোন ব্যবহার করতে বাধা দিলে সে তা উপেক্ষা করে তাকে যেন আর ফোন ব্যবহারে বাধা দেওয়া না হয় সেটা জানিয়ে দেন। বিষয়টি তার বাবাকে জানানো হলে সে ইয়াসিনকে একটি থাপ্পড় দেন। পরে ইয়াসিন রাগ করে ঘর থেকে বেরিয়ে যায়। পরবর্তীতে তাকে তার আত্নীয় স্বজনসহ সকল স্থানে খোঁজাখুঁজি করা হলেও তাকে আর পাওয়া যায়নি।

কেউ যদি তাকে কোথাও দেখে থাকেন তাহলে পরিবারের পক্ষ হতে এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে- ০১৯৮১২২৬৫৮৮

error: দুঃখিত!