৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৪:২০
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে বাসাবাড়ির ছাদ থেকে গাঁজা গাছ জব্দ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২ জুন, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪ টি গাঁজা গাছ জব্দ করা হয়েছে।

এসময় শাহানাজ (৪৮) নামের এক নারীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গ্রেফতারকৃত নারী শাহানাজ (৪৮) সে মিরকাদিম পৌরসভার নৈদিঘির পাড় এলাকার মনসুর রহমানের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম সাকিব।

তিনি জানান, সোমবার দুপুর ২ টার দিকে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার নৈদিঘিরপাড় এলাকার গ্রেফতারকৃত আসামী শাহানাজ এর বাড়িতে অভিয়ান চালায়। অভিযানে তার বাড়ির ২য় তলার ছাদ থেকে ৪ টি গাজাঁ গাছের চারা জব্দ করা হয়। এসময় আমাদের উপস্থিতি টের পেয়ে গ্রেফতারকৃত আসামী শাহানাজ এর স্বামী মাদক ব্যবসায়ী মনসুর রহমান ওরফে কালু (৬৫) পালিয়ে যায়।

আসামীদের বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

error: দুঃখিত!