মুন্সিগঞ্জ, ১৪ জুন ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে দোকান থেকে বাড়ি ফেরার পথে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ইয়াসিন (২২) ও সাইমন (১৮) নামে দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার (১৩ জুন) রাত ১০টার দিকে উপজেলার জশুরগাঁও মুরুপাড়া এলাকার দোহারগামী বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের গুদাম পরিদর্শক মাহফুজ রিবেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ইয়াসিন শ্রীনগর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে এবং সাইমন ইয়াসিনের দোকানের কর্মচারী ও উপজেলার বাবুদীঘিরপাড় এলাকার শামসুলের ছেলে। এ ঘটনায় আহতরা হলেন, অপর মোটরসাইকেলের চালক রাতুল (২৫) এবং আরোহী ফারদিন (১৮) ও জয় (১৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে বাইপাস সড়ক হয়ে রাতুল নামের এক যুবক তার দুই সহযোগী ফারদিন ও জয়কে নিয়ে ফেরিঘাট এলাকার দিকে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে দ্রুতগতিতে ইয়াসিন ও তার দোকানের কর্মচারী সাইমনকে বহনকারী মোটরসাইকেলটি রাতুলদের মোটরসাইকেলে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে চালকরা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েন।
স্থানীয়রা উভয় মোটরসাইকেলের চালক ও আরোহীদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় সাইমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ঢাকা মেডিকেল কলেজে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক সাইমনকে মৃত ঘোষণা করেন। এদিকে, আহত অপর তিনজন শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।