বাড়িতে সিসি ক্যামেরায় পুলিশের উপস্থিতি টের পেয়ে সচল পিস্তল ও গুলি রেখে পালিয়ে গেছেন ১৬ মামলার আসামি শাহজালাল মিজি (৩৫)।
এমনটা দাবি করেছেন মুন্সিগঞ্জ থানা পুলিশের কর্মকর্তারা। তবে এ অভিযানের বিষয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন জন্ম দিয়েছে।
পুলিশের দাবি, শাহজালাল মিজি বাড়িতে থাকলে রাস্তায় পাহারায় থাকে তার অনুসারীরা। পুলিশ এলাকায় ঢুকলেই মোবাইল ফোনে তার সদস্যরা শাহজালাল মিজিকে তাৎক্ষণিক জানিয়ে দেন পুলিশের উপস্থিতির কথা।
বৃহস্পতিবার রাতে তার বাড়িতে অভিযানকালে কোনো সদস্যও রাস্তায় পাহারায় ছিল না। কিন্তু ঘরের মধ্যে সিসি ক্যামেরা থাকায় শাহজালাল পুলিশের উপস্থিতি টের পেয়ে যায়। পুলিশ ঘরে প্রবেশ করা মাত্র দৌড়ে পালিয়ে যায় শাহজালাল। ঘরের বিছানার মধ্যে বালিশের নিচে রাখা একটি চাইনিজ পিস্তল, ম্যাগাজিন ও ৭ রাউন্ড তাজা গুলি রেখেই পালায় শাহজালাল।
এ অস্ত্র ও গুলি নেয়ার সময় পাইনি শাহজালাল- এমনটাই জানালেন সদর থানার সেকেন্ড অফিসার শেখ সাদি।
তিনি অারও জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টার দিকে শহরের দক্ষিণ কোর্টগাঁও গ্রামের শাহজালাল মিজির বাড়িতে অভিযান চালানো হয়। শাহজালাল পালিয়ে গেলেও তার বিছানার বালিশের নিচ থেকে একটি চাইনিজ পিস্তল, ম্যাগাজিন ও ৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা শেখ সাদি জানান, শাহজালাল মিজির বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, মাদকসহ আরো ১৬টি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।