৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ১০:১২
মুন্সিগঞ্জে ‘বড় ভাই’ বলে সম্মান না দেয়ায় ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীকে গলাকেটে হত্যা চেষ্টা, আটক ৩
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ ২৯ নভেম্বর, ২০১৯, গাজী মাহমুদ পারভেজ (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়ায় চাচাত ভাগিনা ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী মামা আবির কে গলা কেটে হত্যা চেষ্টায় ঘাতক ভাগিনা ফাহিম সহ তিন জনকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে গজারিয়া থানা পুলিশ।

আবির গজারিয়া উপজেলা হোসেন্দী ইউনিয়নের জামালদী গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও একই এলাকার হাজী সিরাজুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী ।

আবিরের বড় ভাই ফয়সাল বাদী হয়ে ভাগিনা ফাহিম, জুবায়ের, ও রাকিব সহ তিন জনকে আসামী করে গজারিয়া থানায় মামলা করে।

বুধবার সন্ধ্যায় জামালদী টানা ব্রীজের নীচে এ ঘটনা ঘটেছে।

আবিরের মা শাহিদা বেগম জানান, ‘বুধবার সন্ধ্যায় আবির ঘরে পড়তে বসলে এমন সময় ফাহিম এসে আমার ছেলে আবির কে ডেকে নিয়ে যায়। আধা ঘন্টা পর সংবাদ এসেছে আবিরের গলা কেটে ফেলছে।’

‘সংবাদ পেয়ে আমার মেঝ ছেলে ফয়সাল সহ লোকজন টানা ব্রীজের নীচ থেকে রক্তাক্ত অবস্থায় আবির কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’

মামলার বাদী ফয়সাল জানান, ঘাতক ফাহিমের স্বীকারোক্তি মতে আমার ছোট ভাই আবির অপরাধী ৩ শিক্ষার্থী কে বড় ভাই হিসাবে সন্মান না দেয়ায় এ কাজ করেছে তারা।

আসামী ৩ শিক্ষার্থী একই বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্র।

আহত আবির হাসপাতালে চিকিৎসাধীন আছে।

গজারিয়া থানা ইনচার্জ হারুন অর রশিদ জানান কিশোর অপরাধ আইনে মামলা হয়েছে। আটক আসামী ৩ জনকে বৃহস্পতিবার জেল হাজতে পাঠানো হয়েছে।

error: দুঃখিত!