১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ১০:২০
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে বঙ্গমাতার জন্মদিনের অনুষ্ঠান শেষে আ. লীগ-ছাত্রলীগের সংঘর্ষে আহত ৪
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৮ আগস্ট ২০২৩, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনের অনুষ্ঠান শেষে পূর্ব বিরোধের জের ধরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সংঘর্ষে অন্তত ৪ জন আহত হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে মুন্সিগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মুন্সিগঞ্জ শহরের পুরনো কাচারি এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনের অনুষ্ঠান শেষে মুন্সিগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনে মুন্সিগঞ্জ সদর উপজেলার আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভূইয়ার ছেলে সাজ্জাদ হোসেন ছানি ও তার লোকজন মুন্সিগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর ও মুন্সিগঞ্জ শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন সাগরের লোকজনের সাথে পূর্ব বিরোধের জের ধরে তর্কবিতর্কে জড়ায়। তর্কবিতর্কের এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পরে। এতে উভয় পক্ষের অন্তত ৪ জন আহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানা আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভূইয়া অভিযোগ করেন, অনুষ্ঠান শেষে যাওয়ার পথে ছাত্রলীগের কর্মীরা আমার কর্মীদের লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে মারে।

মুন্সিগঞ্জ শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর সাজ্জাত হোসেন সাগর অভিযোগ করেন,মুন্সিগঞ্জ সদর থানা আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভূইয়ার ছেলে সাজ্জাদ হোসেন ছানি আমার কর্মী বাবুর উপর হামলা করে এবং মাথায় আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। তবে ইটপাটকেল ছুঁড়ে মারার অভিযোগ তিনি অস্বীকার করেন।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান তিনি।

error: দুঃখিত!