টঙ্গীবাড়ীতে মুক্তিযোদ্ধাদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
রোববার বেলা ১২টায় টঙ্গীবাড়ী মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি সামসুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সোহানা তাহমিনা।
এতে ‘বঙ্গবন্ধুর মহিউদ্দিন’ গ্রন্থের বিক্রিত
অর্থ মুক্তিযোদ্ধাদের বিতরণ করা হয়।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শাহজাহান মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদের নেতৃবৃন্দ ও বঙ্গবন্ধু যুব পরিষদের নেতা এমদাদ পোদ্দার।
সভা পরিচালনা করেন সাপ্তাহিক বার্তা প্রবাহ পত্রিকার নির্বাহী সম্পাদক মিজানুর রহমান সরদার মিজান। অনুষ্ঠানে ২০ মুক্তিযোদ্ধাকে ১ হাজার করে টাকা দেয়া হয়।