মুন্সিগঞ্জ, ৩ সেপ্টেম্বর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে গভীর রাতে দুই দফায় অভিযান চালিয়ে ফেনসিডিল সহ দুইজন শীর্ষ ও পরিচিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি জানায়, বুধবার রাত থেকে সকাল পর্যন্ত তাদের ধরতে সদর উপজেলার দুই এলাকায় অভিযান চালানো হয়।
প্রথমজনের কাছ থেকে উদ্ধার হয় ১৭ বোতল ফেনসিডিল। পরে তার দেয়া তথ্যে তার আরেক সহযোগীকে আটক করা হয় ৮৭ বোতল ফেনসিডিল সহ।
আটকরা হলেন, গণকপাড়া রারি বাড়ী’র বাসিন্দা মৃত নুরুল ইসলাম খান এর ছেলে মিজানুর রহমান শুভ ভিটি হোগলা এলাকার ছালাম বেপারী’র ছেলে বিটু বেপারী।
মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি মোজাম্মেল হক জানান, আসামি বিটু বেপারী এর আগে দুইবার দেড় কেজি গাঁজা সহ একবার এবং ফেনসিডিলসহ গ্রেফতার হয়েছিল। সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং মুন্সিগঞ্জ থানার কাজি কসবা এলাকার একজন নামকরা মাদক ব্যবসায়ী’র পার্টনার।
তিনি জানান, আটক মিজানুর রহমান শুভ ইতিপূর্বে একের অধিক মাদক মামলার আসামি।সে গণকপাড়া এলাকার অপর একজন মাদক শীর্ষ মাদক ব্যবসায়ীর হয়ে কাজ করে।
তারা দুজনেই পেশাদার মাদক ব্যবসায়ী ও মুন্সিগঞ্জ শহরে ফেনসিডিল সরবরাহকারী অন্যতম হোতা।
আসামীদের বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় আলাদা আলাদা মাদক মামলা রুজু করা হয়েছে।