শিহাব অাহমেদঃ মুন্সিগঞ্জে জেলখানায় ফেনসিডিল সরবরাহের সময় ছাত্রলীগ নেতার সহযোগী ইমু (২৮) ও কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ (২২) পুলিশের হাতে অাটক হয়েছে।
ইমু ও রিয়াজ অাটক হত্যা মামলার অাসামী হরগঙ্গা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নিবির অাহম্মেদ এর ঘনিষ্ঠ।
কলেজ কেন্দ্রীক মাদক ব্যাবসা নিয়ন্ত্রণ করে ইমু।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ অালী জানান, ‘ফেনসিডিল দেয়ার সময় ইমু ও রিয়াজ কে হাতেনাতে অাটক করে দায়িত্বরত ফোর্স’