মুন্সিগঞ্জ, ৩০ এপ্রিল ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরে ‘প্রচণ্ড গরমে’ দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে। তাদের একজন ক্ষেতে কৃষি কাজ করছিলেন এবং অপরজন জমি কেনা-বেচার কাজে জেলা রেজিষ্ট্রি অফিসে গিয়ে অসুস্থ হয়ে পড়েন।
মঙ্গলবার সকাল ১০ টা ৫০ মিনিটের দিকে কৃষক ওমর আলী (৬৫) ও ১১ টা ১০ মিনিটের দিকে আব্দুল বাতেন মাঝিকে (৬৮) মৃত অবস্থায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।
মৃত ওমর আলী মুন্সিগঞ্জ পৌরসভার মোল্লারচর এলাকার বাবু বারী হাজারির পুত্র ও বাতেন মাঝি মানিকপুর এলাকার বাসিন্দা ও ওই এলাকার ওলিউল্লাহ মাস্টারের পুত্র।
মৃত বাতেন মাঝির চাচাতো ভাই হাবিবুর রহমান জানান, ‘আমার চাচা হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন। আজ তিনি জমি বিক্রির কাজে জেলা রেজিষ্ট্রি অফিসে যান। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা তাকে মাথায় পানি দেই। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক শৈবাল বসাক জানান, ‘প্রচণ্ড গরম সহ্য করতে না পেরে হিটস্ট্রোকে ওই দুই বৃদ্ধ মারা গেছেন।’
স্বজনদের বরাতে এই চিকিৎসক আরও জানান, ‘তীব্র গরমের মধ্যে কৃষক ওমর আলী ক্ষেতে কাজ করতে গিয়ে সেখানেই অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা ধরাধরি করে তাকে হাসপাতালে নিয়ে আসেন। এখানে আনার আগেই তিনি মারা যান।’
মুন্সিগঞ্জ সিভিল সার্জন ডা. মো. মঞ্জুরুল আলম বলেন, ‘সারাদেশে তীব্র তাপপ্রবাহ বইছে। এই জেলাতেও তার ব্যতিক্রম নয়। জনসাধারণের প্রতি আহবান থাকবে তারা যেন যথাযথ স্বাস্থ্যবার্তা অনুসরণ করে এই গরমে কাজকর্মে যান। কিছুক্ষণ পরপর পানি পান করা, বা ছায়ায় বসা। তাছাড়া, যারা কৃষিকাজ করেন তাদের কাজগুলো দুপুর একটার আগে শেষ করতে পারলে ভালো।’