মুন্সিগঞ্জ, ৩ মে ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের মহাকালি ইউনিয়নের কেওয়ার ঢালীবাড়ি এলাকায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বাড়ির পাশে ঢালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মৃত আল-আমিন (৬) ও মরিয়ম আক্তার (৭) ওই এলাকার দিনমজুর নূরে আলমের সন্তান। তারা স্থানীয় আল জামিয়াতুল তারা মতিয়া খলিলিয়া মাদ্রাসায় পড়াশোনা করতো।
প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানায়, প্রতিদিনের মতো শুক্রবার বিকালে ওই দুই শিশু বাড়ির পাশে খেলতে বের হয়। কিন্তু সন্ধ্যা হওয়ার পরও তারা বাড়ি না ফেরায় দুশ্চিন্তায় পরেন পরিবারের সদস্যরা। পরে সন্দেহের বশবর্তী হয়ে বাড়ির পাশে অবস্থিত পুকুরের সামনে গেলে ভাসমান অবস্থায় ওই দুই শিশুর মরদেহ দেখতে পান তারা।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।