মুন্সিগঞ্জে পদ্মা নদীতে ধরা পড়লো ২০ কেজি ওজনের কাতলা
মুন্সিগঞ্জ ৭ ডিসেম্বর, ২০১৯, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে এক বেদের বর্শিতে প্রায় ২০ কেজি ওজনের কাতলা মাছ ধরা পরেছে। শুক্রবার বিকালে ৫টা দিকে উপজেলার হাসাইল পদ্মা নদীতে বেঁদে সম্প্রদায়ের হাসিনা সওদাগার এর বর্শিতে ওই বিশাল কাতলা মাছটি ধরা পড়লে উৎসুক জনতার ভীড় জমে যায়। এই মৌসুমে নদীতে এক ধরনের বর্শি দিয়ে ছোট ছোট মাছ শিকার করে জেলেরা। কিন্তু ওই ছোট মাছ শিকারের বর্শিতে বড় কাতলা মাছ ধরায় উৎসুক জনতা ভীড় জমায়। এক সময় উৎসুক জনতার আগ্রহে শিকারী জেলে মাছটিকে হাসাইল মৎস্য আড়তের কাছে নিয়ে আসলে ওই মাছটির মূল্য ৮০হাজার টাকা হাকাঁ হয়েছে। এ সময় উপজেলার কামারখাড়া গ্রামের কামাল...
8
মুন্সিগঞ্জ ৭ ডিসেম্বর, ২০১৯, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে এক বেদের বর্শিতে প্রায় ২০ কেজি ওজনের কাতলা মাছ ধরা পরেছে।
শুক্রবার বিকালে ৫টা দিকে উপজেলার হাসাইল পদ্মা নদীতে বেঁদে সম্প্রদায়ের হাসিনা সওদাগার এর বর্শিতে ওই বিশাল কাতলা মাছটি ধরা পড়লে উৎসুক জনতার ভীড় জমে যায়।
এই মৌসুমে নদীতে এক ধরনের বর্শি দিয়ে ছোট ছোট মাছ শিকার করে জেলেরা। কিন্তু ওই ছোট মাছ শিকারের বর্শিতে বড় কাতলা মাছ ধরায় উৎসুক জনতা ভীড় জমায়।
এক সময় উৎসুক জনতার আগ্রহে শিকারী জেলে মাছটিকে হাসাইল মৎস্য আড়তের কাছে নিয়ে আসলে ওই মাছটির মূল্য ৮০হাজার টাকা হাকাঁ হয়েছে।
এ সময় উপজেলার কামারখাড়া গ্রামের কামাল সেখ মাছটির মূল্য ১৫ হাজার টাকা বললে ওই শিকারী জেলে মাছটি বিক্রি না করে ফের মাছ নিয়ে নদীতে চলে যায়।


