১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
বুধবার | দুপুর ১:২৩
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে ঘুরতে গিয়ে পদ্মা নদীতে গোসলে নামা দুইজনের মরদেহ উদ্ধার, নিখোঁজ এক
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১২ এপ্রিল ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার দিঘিরপাড়ে পদ্মার শাখা নদীতে ট্রলারে ঘুরতে গিয়ে গোসলে নেমে নিখোঁজ হন পিতা-পুত্রসহ ৩ জন। পরে নদী থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন এক কিশোর।

শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে দিঘিরপাড়ের ধানকোড়া এলাকায় নদীতে নিখোঁজ হন তারা। পরে রাত সাড়ে ৮ টার দিকে ঘটনাস্থলের কাছে নদীতে ভাসমান অবস্থায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। এরা হলেন, ঢাকার মোহাম্মদপুর এলাকার হারুনুর রশিদ মোল্লার পুত্র রিয়াদ আহমেদ রাজু (৪৫) ও মো. জুয়েল (৪০)। এখনো নিখোঁজ রয়েছেন মৃত রাজুর পুত্র রিয়াদ রামিন আরিদ (১৬)।

টংগিবাড়ী ফায়ার সার্ভিসের গুদাম পরিদর্শক মোস্তফা কামাল মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেন।

স্বজনরা জানান, নিখোঁজরা দিঘিরপাড়ের বেসনাল এলাকায় তাদের স্বজন ইকবাল মোল্লার বাড়িতে বেড়াতে এসেছিলেন। বিকালে ৩৫ জনের একটি দল ট্রলার নিয়ে নদীতে ঘুরতে বের হন। পরে ধানকোড়া এলাকায় পৌছালে ট্রলার থেকে নেমে গোসল করার সময় স্রোতে ভেসে যান কিশোর রিয়াদ রামিন আরিদ। তাকে বাঁচানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে নিখোঁজ হন তার বাবা রিয়াদ আহমেদ রাজু ও তাদের দুইজনকে বাঁচাতে গিয়ে নিখোঁজ হন আরেক স্বজন মো. জুয়েল।

চর আব্দুল্লাহ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল হাসনাত এসব তথ্য নিশ্চিত করে জানান, নিখোঁজ কিশোরকে উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করছে। উদ্ধার অভিযানে অংশ নিয়েছে ঢাকা থেকে আসা ডুবুরি দল।

error: দুঃখিত!