মুন্সিগঞ্জ, ৩ মে, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে করোনা ভাইরাসে সৃষ্ট দুর্যোগে কর্মহীন হয়ে পড়া দৈনিক পত্রিকা বিক্রয় কর্মীদের খাদ্যসামগ্রী উপহার দিয়েছে জেলা প্রশাসন।
রোববার (৩ মে) বিকেলে মুন্সিগঞ্জ সার্কিট হাউজে সদর উপজেলার ২৯ জন হকারের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার।
খাদ্যসংকটে পড়া জেলার কর্মহীন হকাররা একত্র হয়ে জেলা প্রশাসকের কাছে সরকারি সহযোগিতা চায়। এসব হকারদের একটি তালিকা তৈরি করে জেলা প্রশাসককে দেওয়া হলে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি।
তালিকাভুক্ত হকারদের ১০ কেজি চাল, দুই কেজি মসুর ডাল, এক লিটার ভোজ্য তেল ও একটি করে সাবান দেওয়া হয়। এসব খাবারে প্রতিটি পরিবার অন্তত এক সপ্তাহ চলতে পারবে।
খাদ্যসামগ্রী উপহার পাওয়া হকাররা বলেন, দৈনিক পত্রিকা বিক্রি করে যতটুকু আয় হত সেটা দিয়েই কোনরকমে সংসার চলত। সরকারি সাধারণ ছুটি ঘোষণার পর থেকে তাদের কোন কাজ নেই। এতে করে প্রতিটি পরিবার ধার-দেনার করে সংসার চালাচ্ছেন। খাদ্যসংকটে পড়ে দুশ্চিন্তায় ছিলেন তাঁরা। জেলা প্রশাসক থেকে প্রাপ্ত সহযোগিতায় অন্তত একসপ্তাহের সে চিন্তার অবসান হয়েছে তাঁদের।
জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ দেশের কোন মানুষ না খেয়ে থাকবেনা। তাই কর্মহীন প্রত্যেকটি পরিবারকে খাদ্যসহায়তা দেওয়া আমাদের দায়িত্ব। প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়ন ও নিজের দায়িত্ববোধ থেকে পত্রিকার হকারসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর যারাই খাদ্যসংকটে আছে, প্রত্যেককে সহযোগিতা করা হবে। জেলার আরো ৫ টি উপজেলার হকারদের পর্যায়ক্রমে প্রধানমন্ত্রীর উপহার পৌছে দেওয়া হবে।
খাদ্যসামগ্রী বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট খান মুহাম্মদ নাজমুজ শোয়েব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিপক কুমার রায়, মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহম্মেদ।