মুন্সিগঞ্জ, ১৪ জানুয়ারি, ২০২২, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরে অভিযান চালিয়ে ১৪ মণ (৫৬০) কেজি জাটকা ইলিশ উদ্ধার করেছে মুক্তারপুর নৌ পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ভোরে মিরকাদিম মৎস্য আড়ৎ থেকে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় বিক্রি নিষিদ্ধ এসব জাটকা উদ্ধার করা হয়।
মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের ইনচার্জ লুৎফর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে এসব জাটকা ইলিশ উদ্ধার করা হয়। এসব জাটকা ইলিশের দাম ২ লাখ ২৪ হাজার টাকা। জব্দকৃত জাটকা এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।
এসময় মুন্সিগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শামসুর রহমান ও মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের ইনচার্জ লুৎফর রহমান সহ নৌ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।