মুন্সিগঞ্জ, ১২ জুলাই ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে নৌকা চলাচলে ব্যবহৃত বাঁশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাঝির প্রাণ গেছে। নিহত লাল চাঁন মাঝি (৪০) বালুচর ইউনিয়নের পূর্ব চান্দেরচর গ্রামের ধলেশ্বরী শাখা নদীতে নৌকায় মানুষ পারাপারের কাজ করতেন।
শুক্রবার সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তাদের ধারণা, বৃহস্পতিবার রাত ২ টা থেকে শুক্রবার ভোর ৪ টার মধ্যে এ ঘটনা ঘটেছে।
নিহত লাল চাঁন মাঝি পশ্চিম চান্দের চর এলাকার আ: মালেক মিয়ার পুত্র।
পুলিশের ভাষ্য, নিহত মাঝি বালুচর ইউনিয়নের চান্দেরচর এলাকায় খেয়াঘাটে মানুষ পারাপারের কাজ করতেন। বৃহস্পতিবার রাতে কয়রাখোলা পপুলার ইট ভাটার সাথে নৌকা ভিরিয়ে লগির জন্য বাঁশ উঠানোর সময় বাঁশের সাথে ইটখোলার কারেন্ট এর তার বিদুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন তিনি।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘মরদেহ ময়নাতন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে প্রকৃত ঘটনা উদঘাটন হবে।’