মুন্সিগঞ্জ, ২৯ আগস্ট ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলার নিখোঁজ ব্যবসায়ী মোহাম্মদ জনিকে ভারত সীমান্ত থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে তিনি সেখানে কিভাবে গেলেন সেটি জানা যায়নি।
গতকাল বুধবার দিনগত রাত আড়াইটার দিকে দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার অন্তর্গত ভারতীয় সীমান্তের কাছে হাত-পা বাঁধা অচেতন অবস্থায় ওই ব্যবসায়ীকে দেখতে পান স্থানীয়রা। পরে সেনাবাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় থানায় পৌঁছে দেয়।
ব্যবসায়ী মোহাম্মদ জনির বাবা জালাল মোল্লা বলেন, ফুলবাড়ি থানা পুলিশের সদস্যরা আমার ছেলেকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেছে। জ্ঞান ফিরলে বিস্তারিত জানা যাবে।
মঙ্গলবার (২৭ আগস্ট) ভাটেরচর ইউনিয়নের বড়ইকান্দি এলাকার নিজ বাসা থেকে ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় যাওয়ার সময় প্রায় ১৪ লাখ টাকাসহ নিখোঁজ হন ব্যবসায়ী মোহাম্মদ জনি (৩৩)। এ ঘটনায় ওইদিন রাতে গজারিয়া থানায় সাধারণ ডায়েরি করে পরিবার।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান বলেন, ওই ব্যবসায়ীর খোঁজ পাওয়া গেছে বলে পরিবার সূত্রে জেনেছি। এ বিষয়ে বিস্তারিত পরে বলতে পারবো।