৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | সন্ধ্যা ৬:৩৩
মুন্সিগঞ্জে নদী থেকে নিখোজ যুবকের লাশ উদ্ধার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটের কাছে ধলেশ্বরী নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

বুধবার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে লাল টিসার্ট পড়া, একটি মোবাইল ফোন ও মানিব্যাগসহ এই যুবকের লাশ উদ্ধার হয়।

জানা যায়, নিহত যুবকের নাম ফয়সাল (২৬) টংগিবাড়ী থানার আব্দুল্লাপুরের তাজু মোল্লার ছেলে। সে ৪ দিন ধরে নিখোজ ছিলেন বলে জানান তার পরিবার।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে মুক্তারপুর নৌ-পুলিশ ফাড়ীর ইনচার্জ মো. মোশারফ হোসেন বলেন, স্থানীয়রা লাশটি নদীতে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

error: দুঃখিত!