১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
বুধবার | দুপুর ১:০৩
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে দ্বিতীয় স্ত্রী’র অত্যাচারে স্বামীর আত্মহত্যা! দাবি প্রথম স্ত্রী’র
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৬ জুন, ২০২১, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে দ্বিতীয় স্ত্রী’র অত্যাচারে স্বামীর আত্মহত্যার অভিযোগ করেছে প্রথম স্ত্রী।

গত শুক্রবার (৪ জুন) রাতে উপজেলার বালিগাঁও ইউনিয়নের ইসলামপুর গ্রাম থেকে মশিউর (৩০) নামে ওই ব্যাক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। সে ইসলামপুর গ্রামে আকরাম আলীর বাড়িতে ঘর ভাড়া নিয়ে বসবাস করত। নিহত মশিউর রংপুর জেলার মিঠাপুকুর থানার রহমতপুর গ্রামের খোকা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, মশিউর দুই বিয়ে করেছে। তার স্ত্রীদের সাথে বনিবনা না হওয়ায় সে আত্মহত্যা করেছে। প্রথম স্ত্রী আসমা ও দ্বিতীয় স্ত্রী পিয়ারা বেগম।

দ্বিতীয় স্ত্রী আসমা তার অজান্তে অন্য জায়গায় বাসাভাড়া করে বসবাস করায় সে আত্মহত্যা করেছে বলে দাবী করেন প্রথম স্ত্রী আসমা।

এ বিষয়ে টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ঘরের আড়ার সাথে গামছা দিয়ে গলায় ফাঁস দেয়া ঝুলানো অবস্থায় উদ্ধার করা হয়। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

error: দুঃখিত!