মুন্সিগঞ্জে দরিদ্র শিক্ষার্থী ও অসুস্থদের ১০ লাখ ৫৪ হাজার টাকার সরকারি অর্থ প্রদান করা হয়েছে।
১১৫ জনের মাঝে আনুষ্ঠানিকভাবে এই অর্থ বিতরণ করেন জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল।
বুধবার জেলা প্রশাসকের সভা কক্ষে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজ সেবা অধিদপ্তরে উপ পরিচালক মো. সেলিম রেজা।
বক্তব্য রাখেন এডিসি হারুন অর রশীদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু, জেলা সমাজ সেবার রেজিস্ট্রেশন অফিসার মো. কাউসার হোসেন।
জেলা সমাজ কল্যাণ পরিষদের তহবিল হতে ৯৯ জনকে ২ লাখ ৫৪ হাজার এবং ক্যান্সারসহ জটিল রোগে আক্রান্ত ১৬ জনকে সমাজ সেবা অধিদপ্তর তহবিল থেকে ৮ লাখ টাকা বিতরণ করা হয়।