মুন্সিগঞ্জ, ১১ জানুয়ারি ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইয়ুম উদ্দিন চৌধুরীকে প্রত্যাহার করা হয়েছে। থানা অভ্যন্তর থেকে ওয়ারেন্টভুক্ত আসামি ছিনতাইয়ের জেরে তাকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
আজ শনিবার দুপুরে জেলা পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকারের আদেশে তাকে প্রত্যাহার করা হয়।
এদিকে এ ঘটনায় দুপুরে শ্রীনগর থানায় উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন মৃধা, সদস্য সচিব মামুনুর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এমদাদুল হক, ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলামসহ ৩১ জনের নাম উল্লেখ ও বিএনপি ও অঙ্গ সংগঠনের আরও ১৬০-১৭০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছেন থানার উপ পরিদর্শক আব্দুর রাজ্জাক।
পরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- শ্যামসিদ্ধি গ্রামের মৃত হায়দার আলির পুত্র হিমেল (৩০), মত্তগ্রাম গ্রামের মোকদেম পাঠানের পুত্র সিয়াম পাঠান (২৮) ও একই এলাকার লিটন পাঠানের পুত্র শুভ পাঠান (২৭)।
শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত শুভ পাঠানের পকেট থেকে ইয়াবা উদ্ধার হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে পৃথক মামলা হবে।