১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৮:২৪
মুন্সিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে এমপি, ডিসি, এসপি, সাংবাদিক মাঠে
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জে “ডেঙ্গু প্রতিরোধ করি একসাথে” স্লোগানে জেলা পুলিশের আয়োজনে সচেতনতামূলক র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, স্থানীয় সংসদ সদস্য ও স্থানীয় সাংবাদিকরা অংশ নিয়েছেন।

রবিবার (০৪ আগস্ট) দুপুরে জেলা পুলিশ লাইন’স থেকে সচেতনতা র‌্যালিটি বের হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পুলিশ কার্যালয়ে এসে শেষ হয়।

এতে অংশ নেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এড. মৃণাল কান্তি দাস, জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান সহ জেলা পুলিশের কয়েক শতাধিক সদস্য, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি, গনমাধ্যমকর্মী সহ অন্যান্যরা।

এর আগে এ উপলক্ষ্যে জেলা পুলিশের মাসিক সভায় ডেংগু সম্পর্কে আলোচনা করেন অতিথিবৃন্দ।

পুলিশ সুপারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তরা ডেংগু সম্পর্কে বিভিন্ন বিষয় আলোচনা করে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।

পরে কর্মসূচির অংশ হিসাবে বিভিন্ন স্থানে মশক নিধন স্প্রে করা হয়।

error: দুঃখিত!