মুন্সিগঞ্জ, ২৭ মার্চ, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপালের সিপাহীপাড়া এলাকায় ট্রাক ও মিশুকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শুক্রবার (২৬ মার্চ) সন্ধ্যা ৭টা’র দিকে সিপাহীপাড়া পল্লী বিদ্যুৎ এর সামনের সড়কে এই দূর্ঘটনা ঘটে। এসময় মিশুকের ড্রাইভার শামসুল হক (৬০) ও মিশুকের আরোহী আজিজ বেপারী (৭২) গুরুতর আহত হন।
পুলিশ জানায়, স্থানীয়রা তাদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত সাড়ে ১০ টা’র দিকে মিশুকের ড্রাইভার শামসুল হক (৬০) মৃত্যুবরণ করেন। অপরদিকে আজ সকাল ১০ টা’র দিকে রাজধানী ঢাকার সুমনা মেডিকেল হাসপাতালে মিশুকের আরোহী আজিজ বেপারী (৭২) মৃত্যুবরণ করেন বলে নিশ্চিত করেন তার পুত্র নবীন।
নিহত শামসুল হক (৬০) রামপাল ইউনিয়নের পানহাটা এলাকার কফি হালদারের পুত্র ও আজিজ বেপারী (৭২) পঞ্চসারের মালিগাও এলাকার খলিল দেওয়ানের পুত্র।
হাতিমাড়া পুলিশ তদন্ত ফাড়ি’র ইনচার্জ নাসির শেখ জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এসময় স্থানীয়দের সহায়তার মরিচ বোঝাই ট্রাক ও মিশুকও আটক করে হাতিমাড়া তদন্ত ফাড়ি’র পুলিশ।