মুন্সিগঞ্জ, ১৯ জানুয়ারি, ২০২২, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানের বালুচর ইউনিয়নের আকবরনগর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
গতকাল মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকাল ৩ টায় দু’গ্রুপের সংঘর্ষে ৩ জন টেটাবিদ্ধসহ ১০ জন আহত হয়েছে। আহত টেটাবিদ্ধ ৩ জনকে ঢাকা মিটফোট হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে আকবরনগর গ্রামে উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, উপজেলার বালুচর ইউনিয়নের আকবরনগর গ্রামের ট্রলার ঘাটে সামেদ আলী ও হাসান আলী সর্মথকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিকাল ৩ টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে।
খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে গত সোমবার রাত ১০ টা’র দিকে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ চলাকালে ২ জন টেটাবিদ্ধসহ ৭ জন আহত হয়েছিল এবং উভয় গ্রুপের ৪ থেকে ৫ টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
সিরাজদিখান থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এখনো কোন মামলা কিংবা অভিযোগ হয়নি।